ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
পাথরঘাটায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে সাবিনা আক্তার (১৮) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা একই গ্রামের কবির খানের মেয়ে এবং মো. ফেরদৌসের স্ত্রী।

ফেরদৌস বাংলানিউজকে জানান, ‘দুপুরের দিকে নদীতে মাছ ধরার জন্য ঘর থেকে বের হওয়া মাত্র সাবিনা দরজা লাগিয়ে আমাকে ডাক দিয়ে বলে বিষ খেয়েছি। ডাক শুনে জানালা দিয়ে দেখি সে গ্লাসে করে বিষপান করছে। এমন সময় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই সে মারা যায়। ’

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।