ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
রূপগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পৃথক এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দু'টি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সকালে উপজেলার বিরাবো এলাকার মন্দিরের মাঠ থেকে মামুন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মামুন ওই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।

এর আগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, বুধবার সকালে বিরাবো মন্দিরের মাঠে একটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, মঙ্গলবার রাতে স্থানীয়রা কায়েতপাড়া এলাকার অতুল ঠাকুরের পুকুরে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।