বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমুর্ষূ অবস্থার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে শ্যামপুর বড়ই তলা এলাকায় থাকতেন। তার সহকর্মী নিহত ওবাইদুলের নাম ছাড়া বিস্তারিত কিছু জানাতে পারেনি।
সহকর্মী আবদুল মতিন জানান, শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি তেল কারখানার ভেতরে গভীর নলকুপ বাসানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন ওবাইদুল। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়না তদন্তে জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এজেডএস/এএটি