বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাবিলা ওই গ্রামের সৌদি প্রবাসী মোছলেহ উদ্দিনের মেয়ে।
স্বজনরা জানায়, সকালে পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নাবিলা। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআর/আরবি/