বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশান একই গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।
উলপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল বাংলানিউজকে জানান, সকালে ওই গ্রামের সাত/আটজনের একদল শিশু কুমার নদীতে গোসল করতে নামে। এ সময় নিশান ও প্রশান্ত নামে দুই শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে এলাকাবাসী নদীতে নেমে প্রশান্তকে জীবিত উদ্ধার করলেও খুঁজে পাওয়া যায়নি নিশানকে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস