বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দ আকবর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বিদ্যালয়ের বারান্দায় অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন স্কুলের নিরাপত্তা প্রহরী।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস