বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাগলা এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযানে তাকে আটক করা হয়।
আটক আজিজুল কক্সবাজার জেলার লেঙ্গুরবিল এলাকার আমিন আহম্মেদের ছেলে।
চেকপোস্টের দায়িত্বে থাকা ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এজাজুল হক জানান, দুপুর একটায় যানবাহন তল্লাশির সময়ে ঢাকাগামী একটি সিএনজি অটো রিকশা আটক করা হয়। তখন আজিজুলের ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালানটি নিয়ে সে যাত্রাবাড়ি যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এএইচ