বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘জমি আছে, ঘর নাই’ প্রকল্পের অধীনে রাজশাহীর বাঘা উপজেলার সুবিধাভোগীদের মধ্যে ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে (ইউপি) এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রকল্পটির আওতায় বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪০৮টি ঘর নির্মাণ করার কাজ হাতে নিয়েছে সরকার। প্রতিটি ঘর নির্মাণে এক লাখ হিসেবে সর্বমোট চার কোটি আট লাখ টাকা ব্যয়ে দুই মাসের মধ্যে কাজ শেষ করা হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাঘা-চারঘাটের কোনো মানুষ বলতে পারবে না যে তার বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে নাই। যদিও কেউ বলতে পারে তৎক্ষণাৎ তার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, কোনো মানুষ বলেনি যে, আমার জমি আছে, ঘর নাই। এ উদ্যোগ প্রধানমন্ত্রী নিজের চিন্তা-ভাবনা থেকে গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের দুঃখ লাঘবে যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করছেন। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে কমিউনিটি ক্লিনিক করা হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে, শিক্ষা খাতে পরিবর্তন হয়েছে, বিদ্যুতের কমতি নেই।
শাহরিয়ার আলম বলেন, মানুষ দাবি করার আগেই সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। গরিবের টাকার যেনো সৎ ব্যবহার হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আপনাদের বাঘা-চারঘাটের মানুষকে বিচার বিবেচনা করে আগামী নির্বাচনে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নকে ধরে রাখতে হবে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা টুলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসএস/টিএ