ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
নবাবগঞ্জে ৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন  নবাবগঞ্জে আটটি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আটটি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছে জেলা পরিষদ। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।  

প্রকল্পগুলো হচ্ছে- উপজেলার কলাকোপা ইউনিয়নের নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে জালাল উদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বাগমারা বাজার মসজিদ ভবন নির্মাণ, বক্সনগর ইউনিয়নের ছোট রাজপাড়া দক্ষিণ জামে মসজিদ ভবন নির্মাণ, বক্সনগর সচিবের বাড়ি থেকে বক্সনগর বিডিএফসির মাঠ পর্যন্ত শাখা রাস্তা নির্মাণ, কোমরগঞ্জ কবরস্থানের জানাজা ঘর নির্মাণকাজ, পিকেবি স্কুলের নতুন ভবন নির্মাণকাজ ও বাহ্রা ইউনিয়নের আলগীচর এলাকার বাবুর আলীর বাড়ির মোড় থেকে উত্তরহাটি জামে মসজিদ হয়ে আলগীচর ক্লাব মাঠ পর্যন্ত কার্পেটিং সড়ক নির্মাণকাজ।

 

ভিত্তিপ্রস্তুর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান রনি, নারী সদস্য মাহমুদা আক্তার, কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম খলিল, বক্সনগর ইউনিয়নের চেয়ারম্যান  আব্দুল ওয়াদুদ মিয়া, বাগমারা বাজার কমিটির সভাপতি ফরহাদ কবির, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক জুলহাস মোল্লা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।