শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শার্শার নাভারন সেবা ক্লিনিক মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি শার্শার যাদবপুর গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এলাকায় ফিরে মাদক বেচাকেনা করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটা পলিথিনে ৪শ’ গ্রাম হেরোইন পাওয়া যায়।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৮
এজেডএইচ/আরআর