ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
পটুয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীতে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক দোকানদারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) জেলার মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলায় এ দু’টি ঘটনা ঘটে।

এরমধ্যে মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া ইউনিয়নের সুইচগেট বাজার এলাকায় পানিতে ডুবে রুস্তুম আলী নামে এক চা বিক্রেতা মৃত্যুবরণ করেন।

তিনি দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত মো. কাসেম আলী হাওলাদারের পুত্র।  

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ দোকানের চা তৈরির পাত্র (কেতলি) ধোয়ার জন্য পার্শ্ববর্তী সুইচগেটের গার্ডারে নামেন। এসময় পা পিছলে তিনি নদীতে পরে যান। অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস।

এদিকে শনিবার সকালে গলাচিপা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মুসলিম পাড়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মাহিনুর বেগম (৩০) ওই এলাকার মো. সাহেব আলীর স্ত্রী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।