শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ জানায়, জলিলকে নিয়ে ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
কালিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর মোড় থেকে জলিলকে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ির পুলিশ।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেন। এ সময় তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসআরএস