আহতরা হলেন, রেলগেট তুলাতলা এলাকার আব্দুল আলিমের ছেলে সাগর হোসেন(২৫), একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী জাহানারা বেগম(৬৫) এবং আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগম(৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা সকলেই রেলগেট এলাকায় মাদক কারবারির সাথে জড়িত।
তবে আহত এবং তাদের পরিবারের দাবি, তারা বহু আগে টুকটাক মাদক বেচাকেনা করলেও প্রশাসনকে দেওয়া ওয়াদা অনুযায়ী বহুআগেই ওইসব কাজ ছেড়ে দিয়েছেন। আহত সাগর এখন চাঁচড়া মাছ পট্টিতে রেনু পোনা মাছের ব্যবসা করে দাবি করে তার বাবা বাংলানিউজকে বলেন, আহত জাহানারা বেগমের মেয়েকে বিয়ে করেছে সাগর। পরে ওই বিয়েকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার শাহাদৎ হোসেন, জুয়েল, অনিক, কালু ও ইবাদত মিলে সাগরকে ছুরিকাঘাত করে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন জাহানারা বেগম বাংলানিউজকে বলেন, পূর্বশত্রুতার কারণে সাগর (সাবেক জামাই), তার বাবা আব্দুল আলিম, সোহেলসহ কয়েকজন মিলে আমাকে (জাহানারা) ও প্রতিবেশী লেবু বেগমের বুকে ছুরিকাঘাত করেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, আহত তিনজনের মধ্যে সাগর ও জাহানারা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের অবস্থা আশাংকাজনক। এছাড়াও লেবু বেগমও গুরুতর আহত।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে।
বাংলাদেশ সময় : ০৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমআরএ/এসআইএস