ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বোমাসহ বিএনপি-জামায়াতের আটজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
বেনাপোলে বোমাসহ বিএনপি-জামায়াতের আটজন আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন-বেনাপোলের মমিনের ছেলে যুবদল নেতা কামাল, আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল কাদের, ইসমাইলের ছেলে কবিরুল,  জামায়াত নেতা রেজাউলের ছেলে ইমরান, কাওছারের ছেলে আজিজুর রহমান, আলীর ছেলে আজগার আলী, হানিফ আলী মোড়লের ছেলে এনায়েত আলী ও রফিজুল রইসলামের ছেলে ইসমাইল হোসেন।

পুলিশ জানায়, বেনাপোল সীমান্তে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেশকিছু মানুষ পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮টি বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র ও ১৪টি হাতবোমা জব্দ করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।