ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
হরিণাকুন্ডুতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা 

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা এলাকায় বাদশা মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চারাতলা এলাকার কুড়িরবিলের ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি হরিণাকুণ্ডু উপজেলার সিংগা গ্রামের তাইজুদ্দিন মণ্ডলের ছেলে।



হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বাদশা। সকালে মহিউদ্দিন নামে এক ব্যক্তি কুড়িরবিলে নিজের ধানক্ষেতে তার মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।