ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের জেল দণ্ডপ্রাপ্ত বখাটে শুভ

লালমনিরহাট: লালমনিরহাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শাহাদাত হোসেন শুভ (১৯) নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত বখাটে শাহাদাত হোসেন শুভ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘুমারু ভিমশিতলা এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের তৈলখ নাথ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয় চলাকালে উত্ত্যক্ত করে বখাটে শাহাদাত। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে শাহাদাতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তার দোষ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাজাপ্রাপ্ত শাহাদাত হোসেন শুভকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।