রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের পাশে বালুয়াকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গজারিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- মো. সজিব (২২), মো. রিয়াদ (৩০) ও জজ মিয়া (৬৫)।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বাংলানিউজকে জানান, মহাসড়কের পাশে একটি সিএনজি পাম্প স্টেশনের ভেতর মেঘনা পেট্রোলিয়ামের লরি থেকে তেল আনলোড করছিল। এ সময় লরির ইঞ্জিন গরম হয়ে তাতে আগুন ধরে যায়। চালক তাৎক্ষণিক লরিটি চালিয়ে পাম্পের ভেতরের ফাঁকা স্থানে নিয়ে যান। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন তিন স্টাফ।
তিনি আরও বলেন, আহত তিনজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা গুরুতর আহত নন। অগ্নিকাণ্ডে আনুমানিক দুই/তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসআরএস