ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরের নতুন ইউএনও শাম্মী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ফুলপুরের নতুন ইউএনও শাম্মী  ফুলপুরের বিদায়ী ইউএনওকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ হোসেন চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেবুন্নেসা শাম্মী। 

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সার্কিট হাউজের হলরুমে ময়মনসিংহ জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দুই কর্মকর্তাকে বরণ ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮ 
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।