স্বাস্থ্যপ্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার নারীদের ঘরে বন্দি করে রেখেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে নারীদের ঘরে বাইরে নিয়ে এসেছেন।
মন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এর কোনো ব্যতিক্রম হবে না।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।
বিভিন্ন ক্যাটাগরীতে ২৩৫ জন ছাত্রীকে এ প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়।
এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
কেএসএইচ/এএটি