বর্তমানে আহত বশির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বশির পেশায় একজন বালু ব্যবসায়ী।
রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।
আহত বশির দু’ সন্তান ও স্ত্রী শিমুকে নিয়ে ডেমরা সারুলিয়া রানি মহল সিনেমা হলের পেছনে একটি বাসায় থাকতেন।
বশির নিজেই বাংলানিউজকে জানান, জমি নিয়ে তার স্ত্রীর সঙ্গে বিরোধ চলে আসছিল তার। এই কারণে দীর্ঘদিন ধরে তার স্ত্রী শিমু তাকে ফেলে সারুলিয়ার বাবার বাড়িতে চলে যান। রোববার তার শ্যালক শ্যামলসহ (২২) আরও এক যুবককে সঙ্গে নিয়ে সন্ধ্যায় সারুলিয়া বালুর ঘাট তার ব্যবসা স্থানে গিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় বশিরকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এজেডএস/এএটি