ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদক-সন্ত্রাসকে কোনো প্রশয় দেওয়া হবে না: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
মাদক-সন্ত্রাসকে কোনো প্রশয় দেওয়া হবে না: হানিফ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। মাদক এবং সন্ত্রাসকে কোনো ভাবেই প্রশয় দেওয়া হবে না। 

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার বটতৈল এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ কর্মসূচির প্রথম পর্যায়ে ৫০ জন উপকার ভোগীর কাছে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।  

তিনি আরও বলেন, এ পর্যন্ত বর্তমান সরকার আমলে কুষ্টিয়াবাসীর বহু দাবি পূর্ণ করা হয়েছে।

কুষ্টিয়ায় বাইপাস সড়ক, হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু, সুইমিং পুল, মেডিক্যাল কলেজ নির্মাণসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন করা হয়েছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।