ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে ইকবাল হোসেন ইলবাজ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইলবাজ হোসেন আটঘরিয়া থানার নিয়ামতপুর গ্রামের এহছান মেম্বরের ছেলে।

ঘটনার বিষয়ে পাবনা আটঘরিয়া থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলতে পারছি না।

তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ইকবাল হোসেন সন্ধ্যায় বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। নিয়ামতপুর গোরস্থানের কাছে তাকে একা পেয়ে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা।  

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, নিহত ইকবাল চরমপন্থি দলের সদস্য ছিলেন।  

জানা যায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।  

তবে হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানাতে এখনও কোন লিখিত অভিযোগ করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।