আটক ফয়সাল গৌরনদী উপজেলার বার্থী এলাকার জলিল সর্দারের ছেলে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে বার্থী গ্রামে র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/এএটি