ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে ভারতীয় হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে ভারতীয় হাইকমিশনার

কক্সবাজার: মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। 

তার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে।  

সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে একটি ফ্লাইটযোগে সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধি দলটি।

সেখান থেকে তারা সমুদ্র পাড়ের একটি হোটেলে গিয়ে সকালের নাস্তা সারে।  

এরপর সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ (সৈকতঘেঁষা সড়ক) দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে গাড়িযোগে যাত্রা করেন শ্রিংলা।

চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব শুভাশিস সিনহা বাংলানিউজকে বলেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করবে।

গত বছরের মাঝামাঝি সময়ে মিয়ানমার সেনাবাহিনী নিধনযজ্ঞ শুরু করলে বাংলাদেশ অভিমুখে শরণার্থীদের ঢল নামে। এ পর্যন্ত এদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখেরও বেশি বলে হিসাব বিভিন্ন সংস্থার।

রোহিঙ্গাদের সসম্মানে প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করছে বাংলাদেশ। এ সংকট নিরসনে বরাবরই বাংলাদেশের পাশে থাকার কথা বলছে ভারত। এমনকি এর আগে একাধিক দফায় রোহিঙ্গাদের জন্য ত্রাণও পাঠায় তারা।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
টিটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।