রোববার রাত থেকে সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তাবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ৬ জন, লোহাগড়া থেকে ৮, কালিয়া থেকে ১৩ এবং নড়াগাতি থানা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএ