সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের মধ্য বনগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন শেখ উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে নওহাটা থেকে বড়ইতলা যাচ্ছিলেন ইয়াছিন। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইয়াছিন মারা যান এবং বাসের দুই যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএ