সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের কদমতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা নির্বাচিত ৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে গাভী বিতরণ করেন।
অনুষ্ঠানে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নারীর ক্ষমতায়ন মাথায় রেখে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, প্রকল্প পরিচালক আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭/১৮ অর্থ বছরের নারী উন্নয়নে গাভী পালন প্রকল্পের আওতায় ৩০টি গাভী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এডি/আরআইএস/