মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান কুমিল্লা-৮ আসনের জাপার এই এমপি।
নুরুল ইসলাম মিলন বলেন, নির্বাচনে যাতে অবৈধ অস্ত্রের দৌরাত্ম্য অনুভূত না হয় সেদিকে সরকারের কড়া দৃষ্টি রাখা দরকার।
তিনি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ঠেকাতে প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন তা প্রশংসনীয়। এখন অবৈধ অস্ত্রের ব্যাপারে খুব কড়া নজদারি প্রয়োজন। পত্রিকার কথা উল্লেখ করে এই এমপি বলেন, সারাদেশে চার লাখ অবৈধ অস্ত্র রয়েছে। তাছাড়া বর্তমানে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সংখ্যাও নাকি অনেক বেড়ে গেছে। প্রায় ৫শ’র উপরে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রয়েছে। তাদের নাকি এখন খুব কদর। অনেকেই নাকি খোঁজ করে। নির্বাচনের আগমুহূর্তে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কার্যক্রম গ্রহণ করার অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসএম/এএ