মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার এ সাজা দেন।
ইউএনও মামুন জানান, দুপুরে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের পাশের এক বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে বরের বাবা মগর আলী, কনের বাবা রব ও সাক্ষী ইসমাইলকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ায় কাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং বর ও কনেকে অন্য অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও মামুন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জমান বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ায় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কাজী মো. মনিরুজ্জমানের বিরুদ্ধে বাল্যবিয়ে নিরোধ আইনে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
কেএসএইচ/আরআইএস/