মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়িখোলা ফকিরবাড়ি এলাকার ঢাকা-চট্রগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, আড়িখোলা ফকিরবাড়ি এলাকায় ঢাকা-চট্রগ্রাম রেললাইন পার হওয়ার সময় ট্রেনের কাটা পড়ে ওই তরুণ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে নীল-সাদা টাউজার ও হলুদ চেক ফুলহাতা শার্ট রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএস/এসআরএস