মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় ফরেন পোস্ট সটিং অফিসে থেকে আমদানি নিষিদ্ধ ছয় কার্টন (১০২ কেজি) নতুন মাদক পণ্য জব্দ করা হয়।
অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিদেশ থেকে বিকেল ৪টায় আসা আমদানি কার্গোর ফরেন পোস্ট সটিং অফিস এলাকা থেকে এয়ার ফ্রেইট ইউনিটের ছয় কার্টন খুলে ১০২ কেজি আমদানি নিষিদ্ধ ইথিপিয়ার পাতা জাতীয় নতুন মাদকদ্রব্য পায়। এরপর আইন অনুসারে এই পণ্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএফআই/এএটি