ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ১০২ কেজি মাদকদ্রব্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
শাহজালালে ১০২ কেজি মাদকদ্রব্য জব্দ জব্দ হওয়া মাদকদ্রব্য।

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০২ কেজি  মাদকদ্রব্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় ফরেন পোস্ট সটিং অফিসে থেকে আমদানি নিষিদ্ধ ছয় কার্টন (১০২ কেজি) নতুন মাদক পণ্য জব্দ করা হয়।

অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিদেশ থেকে বিকেল ৪টায় আসা আমদানি কার্গোর ফরেন পোস্ট সটিং অফিস এলাকা থেকে এয়ার ফ্রেইট ইউনিটের ছয় কার্টন খুলে ১০২ কেজি আমদানি নিষিদ্ধ ইথিপিয়ার পাতা জাতীয় নতুন মাদকদ্রব্য পায়। এরপর আইন অনুসারে এই পণ্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।