ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে পালাল স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে পালাল স্বজনরা

পাবনা: পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়ে গেছে স্বজনরা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধুর নাম মিতু খাতুন (২৫)।

িতিনি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলযোগে ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসককে তারা জানায়, সম্ভবত স্ট্রোক করছে, দেখেন কি অবস্থা। চিকিৎসক পরীক্ষা ও নিরীক্ষার ফাঁকে পালিয়ে যায় ওই অজ্ঞাতপরিচয় ওই স্বজনরা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. স ম বায়েজিদ উল ইসলাম বাংলানিউজকে জানান, কে বা কারা গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। ফেলে রেখে পালিয়ে গেছে। নারীর গলায় ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত এই মুহুর্তে বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের কয়েকজনকে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।