ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ আটক ১

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুরাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালানো হয়। এসময় ঝিনুকমালা আবাসন প্রকল্পের ব্রিজ এলাকা থেকে সাহেব আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি ওয়ানশ্যুটার গান ও এক রাউন্ড গুলি। আটক সাহেব আলী নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।