ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন বার্নিকাট 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন বার্নিকাট 

ঢাকা: পররাষ্ট্র সচিব এম শহীদুলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বুধবার ( ১৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন জাতিসংঘের ৭৩তম  অধিবেশনের প্রস্তুতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩-২৯ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলবে।

অধিবেশনে রোহিঙ্গা সংকট তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকট তুলে ধরবে।  

জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে এর আগে ৫ সেপ্টেম্বর মার্শা বার্নিকাট পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় মার্শা বার্নিকাট জানিয়েছিলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট তুলে ধরবে। তিনি আরো বলেছিলেন, চলতি মাস থেকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। সে কারণে নিরাপত্তা পরিষদের ফোরামেও রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, থাইল্যান্ডের রাষ্ট্রদূত বোনোয়েট প্রিফনটনও বুধবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। থাইল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেয়ার আগে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।