বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের লালমনিরহাট বড়বাড়ি জুড়াবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শীবগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস বড়বাড়ি জুড়াবান্ধা এলাকায় বাইসাইকেল আরোহী আব্দুল মজিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ