মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে পৌর শহরের খিলপাড়া এলাকার পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হেলালের বাড়ি জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে।
ঘাটাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত ধানক্ষেতে পড়ে থাকা একটি ড্রামের ভেতর থেকে দ্বি-খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ