ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ড্রামের ভেতর থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ড্রামের ভেতর থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ড্রামের ভেতর থেকে হেলাল (৩২) নামে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে পৌর শহরের খিলপাড়া এলাকার পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হেলালের বাড়ি জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে।

তিনি ভাঙ্গারির ব্যবসা করতেন।

ঘাটাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত ধানক্ষেতে পড়ে থাকা একটি ড্রামের ভেতর থেকে দ্বি-খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।