বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
কুষ্টিয়া আদালতের জিআরও শাখার উপ পরিদর্শক আজাহার আলী জানান, রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক সুমন কাদেরী গঞ্জেরাজ পরিবহনের চালক মহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে ফরিদপুর থেকে তাকে আটক করে র্যাব-১২। ১৪ সেপ্টেম্বর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ