ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ডাক্তারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ঝিনাইদহে ডাক্তারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক মোতালেব হোসেন ওরফে মতে ডাক্তার পলাতক রয়েছেন।

নির্যাতিতা ওই স্কুলছাত্রীর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে ঘরে বসে ওই স্কুলছাত্রী টিভি দেখছিলো । এ সময় মতলেব মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির আত্মচিৎকারে তার বাবা আসলে মতলেব সেখান থেকে পালিয়ে যান। পরে ওই মেয়েকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।