ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রের সিনিয়র সচিব শহীদুল হকের মেয়াদ বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
পররাষ্ট্রের সিনিয়র সচিব শহীদুল হকের মেয়াদ বৃদ্ধি মো. শহীদুল হক

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিব মো. শহীদুল হককে চুক্তিতে আরো এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আগামী ৩০ ডিসেম্বর পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হবে।


 
আদেশ বলা হয়েছে, চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
 
গত ৩০ জুলাই পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে সিনিয়র সচিব করে সরকার।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআইএইচ/এএ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।