ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আড়াইহাজারে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাজেরা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা ওই গ্রামের আলী আহাম্মদের স্ত্রী।

 

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় আড়াইহাজার থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।