বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, যেসব গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে সেখানে এখন থেকে সরকারি অর্থে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আবশ্যিকভাবে বিমানের ফ্লাইট ব্যবহার করতে হবে।
সরকারের মন্ত্রী. প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সমপর্যায়ের সকল পদধারী, সংসদ সদস্য, সাংবিধানিক পদধারী, সরকার গঠিত কমিশন সমূহের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, মন্ত্রণালয়, বিভাগ, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিধিবদ্ধ সংস্থা, করপোরেশন, সাংবিধানিক সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
একই সঙ্গে ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা বহাল থাকবে বলে ওই আদেশে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমইউএম/এমএ