বুধবার (১৯ সেপ্টেম্বর) থানা চত্বরে থেকে দিনের কোনো এক সময় মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে বাংলানিউজকে জানান ওসি শফিকুল ইসলাম।
তিনি জানান, সম্প্রতি পৌনে দুই লাখ টাকা দিয়ে বাজাজ কোম্পানির ১৫০ সিসি পালসার মোটরসাইকেল কিনেছিলেন।
ওসি এমএ হক জানান, বিকেলে খোঁজ নিয়ে দেখা যায় নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। তবে পাওয়া যাবে বলে তিনি দাবি করেন।
এরআগে গত ১৪ আগস্ট থানার ভেতর থেকে সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহীনের টিভিএস কোম্পানির আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ওএইচ/