ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
কুষ্টিয়ায় নৌকাবাইচ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নওদাখাদিমপুর আট মাইলস্থ পদ্মা নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। প্রয়াত আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, রাব্বি সুজন ও বশির উদ্দিনের স্মৃতি স্মরণে এর আয়োজন করা হয়।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আজম, মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, শারমিন আক্তার নাছরিন, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সুফিয়া বানু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, তালবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, ফুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, চিথলিয়া ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ধুবইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আমিরুল ইসলাম, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।  
নৌকাবাইচ দেখতে পদ্মার দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড়
বাইচে বিভিন্ন এলাকায় মোট আটটি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে পদ্মার দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় জমে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।