ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তৌফিক আহমেদ তুষার (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এ দুর্ঘটনা ঘটে। তৌফিক আহমেদ তুষার উপজেলা রূপসী বাঘবাড়ি এলাকার আব্দুল হাই ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, তৌফিক দুপুরে ভুলতা এলাকা থেকে মোটরসাইকেলযোগে রূপসী এলাকায় পৌছাঁলে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তৌফিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।