বুধবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের জানান, ‘র্যাব ফোর্সেস সদর দফতর নির্মাণ’ প্রকল্পের আওতায় ‘কনস্ট্রাকশন অব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেড কোয়ার্টার্স কমপ্লেক্স অ্যাট আশকোনা, উত্তরা, ঢাকা’ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এ কমপ্লেক্স নির্মাণে ব্যয় হচ্ছে ৪৩৭ কোটি ২০ লাখ টাকা।
বৈঠকে রাজস্ব বোর্ড ভবন নির্মাণের একটি সংশোধিত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এটি হলো-অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন সংস্থা জতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় রাজস্ব ভবন নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘কনস্ট্রাকশন অব ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বিল্ডিং’ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ টাকা। যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে জিকেবিপিএল এবং পায়েল কনস্ট্রাকশন লিমিডেট।
এছাড়া বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সংস্থা স্বাস্থ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল’ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৩ লাখ টাকা। এটি যৌথভাবে বাস্তবায়ন করবে জিকেবিপিএল ও এমএসসিএল লিমিডেট।
৫৪৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে এক লাখ ৭৫ হাজার মেট্রিক টন ইউরিয়া ও ডিএমপি সার আমদানির সিদ্ধান্ত দিয়েছে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহের কাজ পেয়েছে মেসার্স প্রোটন ট্রেডার্স লিমিটেড।
বাকি ২৫ হাজার মেট্রিক টন ডিএমপি সার জি টু জি (সরকার টু সরকার) ভিত্তিতে আমাদনি করা হবে।
অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, কোটেশন ইনকয়েরির বিপরীতে ৭৫ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। ২২৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে এ সার সরবরাহ করবে মেসার্স প্রোটন ট্রেডার্স লিমিটেড।
আর ৭৫ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রিল্ড ইউরিয়া সার মংলা বন্দরের মাধ্যমে আমদানির অন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। ২২৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এ সারও সরবরাহ করবে মেসার্স প্রোটন ট্রেডার্স লিমিটেড।
এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে ওসিপি, মরক্কো ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে প্রথম লটের ২৫ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ হাজার মেট্রিক টন সার আমদানিতে সরকারের ব্যয় হবে ৯৩ কোটি ২২ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআইএইচ/এসআই