বুধবার (১৯ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহী মহানগরীর হেতম খাঁ গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এরআগে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে প্রয়াত এ মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার সন্মান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, ৪ আসনের সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক, বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবু।
এছাড়া রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতারাসহ বিভিন্ন স্তরের মানুষ মাহাবুব জামান ভুলুর জানাজায় উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরে পৌঁছালে অসুস্থ্য হয়ে পড়েন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলু। তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মাহাবুব জামান ভুলু রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বর্তমানে তিনি আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এসএস/ওএইচ/