বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের বাস্তুহারা গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধ আব্দুল কাদের ওই গ্রামের মৃত এজাজ মাহমুদের ছেলে।
জোড়াবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বাংলানিউজকে জানান, দুপুরে ওই বৃদ্ধকে তার বাড়ির পেছনে একটি পেয়ারা গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে তার পা দুটো মাটির সঙ্গে লাগানো থাকায় ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বেপারী বাংলানিউজকে জানান, বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনটি