বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে সিরাজগঞ্জ পৌরসভার এম এ মতিন বাস টার্মিনালে দুই বাসের চাপায় প্রাণ হারান তিনি। ছোট্ট ছেলেটির চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী নুর-এ আলম বাংলানিউজকে জানান, তাদের ছেলে শাহরিয়ার তালুকদার স্মরণ (৯) মাছুমপুরের ইত্তিহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিন সকালে বাস টার্মিনালের ভেতর দিয়ে হেঁটে ছেলেকে স্কুলে দিতে যেতেন সাথী। বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে থেমে থাকা দুই বাসের (পেছন দিকের) মাঝখানের ফাঁকা স্থান দিয়ে তিনি যাচ্ছিলেন। এ সময় একটি বাস ব্যাকে (পেছনে) চলতে শুরু করলে সাথী চাপা পড়ে গুরুতর আহত হন। তবে এ সময় শাহরিয়ার লাফ দিয়ে সরে যাওয়ায় সে আঘাত পায়নি। আহত সাথীকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআই