বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অভিযানে জগন্নাথপুর এলাকার প্রায় ৩০টি বাড়িতে তল্লাশি চালায় অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, জগন্নাথপুরের প্রায় ৩০টি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী ক্র্যাশ প্রোগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে ১৫ দিনব্যাপী আমাদের এই অভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তত্ত্বাবধানে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমাদের এ অভিযান চলবে।
চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের ধরতে এই ক্র্যাশ প্রোগ্রামের আওতায় সারাদেশে অন্তত ৩ হাজার মাদক স্পটে অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
পিএম/আরবি/