ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চেঙ্গী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
চেঙ্গী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির চেঙ্গী নদীতে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর মো. মোমিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। মোমিন খাগড়াছড়ির জয়সেন পাড়ার মৃত আনসার আলীর ছেলে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির বাংলানিউজকে জানান, চেঙ্গী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সকালে পাথরবোঝাই একটি ট্রাক খাগড়াছড়ির মহালছড়ি থেকে মুবাছড়ির দিকে যাচ্ছিল। পথে মহালছড়ি থানা সংলগ্ন বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের একাংশ ভেঙে চেঙ্গী নদীতে মোমিনসহ চারজন নিখোঁজ হন।  পরে স্থানীয়রা ট্রাকের চালক মো. হাশেমসহ তিনজনকে উদ্ধার করেন।  

এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় খাগড়াছড়ির মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

এ ঘটনার পর খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার আহমার উজ্জামান, মহালছড়ি সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না নাসরিন ঊর্মি ব্রিজটি পরিদর্শন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।